তোমার কৃপার নাইরে বিরাম
সদাই ঝরে পাতে,
ফুটা আমার মন-কলসি
কিছুই রয়না তাতে।


তার ওপর লড়েচড়ে
ভাবি বুঝি গেলই পড়ে,
ডাকি তারে করজোড়ে
আঁধার গহন রাতে।


উড়িয়ে ধ্বজা মেঘের দলে
করুণা রাঙা শতদলে
প্রাণপ্রিয় হরি আমার
লইল তায় হাতে।


সকল ভক্তি সযতনে
সাজাইয়া ভরে মনে,
প্রেমরস পূর্ণ করে,
বিশ্বভুবন মাতে।।