তোমারি সুর ছড়ায়ে ভুবনে
যতনে কুড়ায়ে নিলেম;
আমারি গান, তোমারি দান -
তোমারে ফিরায়ে দিলেম।


পুষ্পে পুষ্পে বাজিছে বাঁশরী,
রাঙা বৌ রূপে সাজে বিভাবরী,
শ্রাবণ গগনে গহন ঘাঘরী,
বিবাহ বাসরে গেলেম।


ফুলদাম দিয়ে করিলে আপন,
জগৎ হইল আপনার জন,
যেদিকে নেহারি সেদিকে তখন -
তোমারে দেখিতে পেলেম।


তুমি-তুমিময় জগৎ আমার,
যা আছে আমার সকলি তোমার,
প্রতিদানে শুধু প্রেম যাচিবার
বাসনা রাখিয়া গেলেম।।