জলের মত মন (ভাই রে)
জলের মত মন;
নিচের পানে ধেয়ে চলে
ছাইড়া দি যখন।


চলে যখন সব ভাসাইয়া
দুঃখে কষ্টে ফাটে হিয়া,
বোঝার কালে না বুঝিয়া
আমার হয় মরণ।


লজ্জা ভয়ের বালির ঢিবি
বাঁধ দিয়া তুই যতই দিবি,
ছারখার করে নিমেষে
নিম্নে হয় পতন।


কানে কানে বলি তোরে
নিচের জল তোল ওপরে,
গুরুরূপী পাম্প ঘোরাইয়া
রয় কালিচরণ।।