ভোলা রে, তোর মনপাখিরে
দে না উড়াইয়া,
সংসার-পিঞ্জরে সে মরে
ডানা ঝাপটাইয়া।
খুঁটে খুঁটে কত খাইল সে
লোভ লালসার গরল,
তারই বিষে জ্বইলা পুইড়া
তার অঙ্গ হয় বিকল।
ছাইড়া দেরে তারে ও মন
অমৃতেরই লাইগ্যা,
ফড়ফড়াইয়া যাবে উড়ে
সকল বাধা কাইট্যা।
ছয়টি রিপু মিলে তারে
বাঁধে অষ্টপাশে,
মুক্তি লাগি ভিক্ষা মাগে
প্রাণনাথের কাছে।
দয়াল যখন আগাইয়া যায়
ছেকল খুলিবার তরে,
কেন রে মন পিছনপানে
তাকাস বারে বারে?
কালীচরণ কয়, নামমন্ত্র হয়
ঐ পিঞ্জরের চাবিকাঠি,
তাহা জপিয়াই চল রে মন
দ্বিধা-দ্বন্দ্ব ভুলাইয়া।।