ওরে সাধক মন
বলি তোরে শোন,
পাঁচরকম কথা কানে
নিস নে অকারণ।


তুই চলেছিস কিসের টানে
অন্যলোকে কি তা জানে?
উড়িয়ে দিয়ে সকল কথা,
জপ অনুক্ষণ।


বিশ্ব-ভরা লোকের মাঝে,
রও উদাস সকাল-সাঁঝে,
গুরু আর মন দুইজনাতে
সদা রও মগন।


কালিচরণ সকল ছেড়ে
গুরুচরণে বসলো গেঁড়ে,
শেষ না দেখে উঠবে না ভাই
এইটিই তার পণ।।