মন পাগলের নাইরে ছিরি,
যেন ঢাকনা খোলা সাপের ঝুড়ি,
কখন যে কি করে বসে,
সদা এ ভয়েই মরি।


কত রকম মনের দশা,
মিছেই তার হিসাব কষা,
চেপে ধরে পরাও নাকে -
গুরুমন্ত্র জপের দড়ি।


সকল চঞ্চলতা যাবে ঘুচে,
থির হয়ে বসবে কাছে,
তখন মনের পিঠে চড়ে বাপু -
সত্য পথে দৌড় করি।


সুমন্ত কালীচরণ,
ধরেছে আজ গুরুচরণ,
কাটিয়ে ফেলে মনের বাঁধন -
কুড়ায় রতন ভুরি ভুরি।।