মন জানালা খুলে দে না
আলো ঢুকুক প্রাণে,
অন্ধকার মুছে যাবে
কোথায় কে জানে!


আঁধার ঘরে বসে বসে
কাটালি যে বেলা,
শেষের সময় দেখো চেয়ে
বাজীগরের খেলা।
ও তুই জানবি রে মন
সত্যি যে কি ভগবানের মানে।


অন্তরাত্মার চোখটি দিয়ে
মনের পানে তাকা,
অতলে তার ডুবে গিয়ে
দেখবি ব্রহ্ম গাঁথা।
হারিয়ে যাবি রে মন
সেই কূলেতে আনন্দেরই টানে।।