আমায় ডেকোনা অমন করে - ডেকোনা,
জননী গো মোর -
পারবো না গো যেতে পারবো না।


আমার থেকে কি আর হবে               শুধু জড় দেহটি পড়ে রবে,
মনটা চিরদিনের তরে -                     বাঁধা নিছে একজনা।


মন আমার করেছে চুরি                    মনোলোচন গৌরহরি,
সে জ্বালায় জ্বলে মরি                        ঘরে রইতে পারবো না।


ওই শোনো মা সে জন ডাকে,             পিপুল-বটের শাখার ফাঁকে,
বলে - আর কদিন থাকবি হয়ে           ভাবের ঘরে আনমনা?


আমার লাগি আছে বসে                    কতজনে আশেপাশে
কত কষ্ট সইছে তারা                         নিত্য জ্বালা-যন্ত্রণা।


তাইতো মা গো বলি তোমায়              হাসিমুখে দাও গো বিদায়
আশীর্ব্বাদ করো যাতে                      পুরে মনের বাসনা।