রবিবার পিকনিক
মনে কু ঝিকঝিক
খুশির রেলগাড়ি চলে
ভুলে দিগ্বিদিক।


ইস্কুলের সব বন্ধুরা
মিলবো সবাই আমরা
গাবুর বাগান উঠবে জমে
ছুটবে হাসির ফোয়ারা।


কেউ করবে গল্প
কেউ শোনাবে গান
সবাই মিলে নাচবো মোরা
করবো সুরাপান।


বহুকালের অদেখা
ব্যাথা ভরা আকাঙ্ক্ষা
সুপ্ত আগ্নেয়গিরির মত
ভরাবে মনের পরিখা।


জীবনের শেষ ধাপে
মনটা শুধু কাঁপে
বন্ধু শুধুই বন্ধুদের
ভালোবাসা মাপে।


কতজনে এল আর গেল কত সরে
আমরাও সব একে একে যাবো একদিন ঝরে
তবুও বুকে বাঁধা থাকুক আমাদের এই মেলা
হাসি, দুঃখ, মজা, রাগের রংবেরঙ্গী খেলা
নাইকো চাওয়া নাইকো পাওয়া, আমাদেরই মাঝে -
সাঁঝের বেলায় মনের ভেতর তারই সুর বাজে।
পরের জন্মের আগে শুধু একটি জিনিস চাই
তোদের সবার মনের যেন আবার দেখা পাই।