কর্ম এমন দিলে মাগো
মুখটি গুঁজে থাকি,
ফুরসৎ আর মেলে না যে
একটু তোমায় ডাকি।


উদোর পিন্ডি বুধোর ঘাড়ে
চাপিয়ে দিয়ে সবাই সরে,
কাজের নামে ঘটছে যা তার
সমস্তটাই ফাঁকি।


কোকোনদ ফোটে পাঁকে
জানবে জানলে শ্যামা মাকে,
নামবো পাঁকে সর্ব অঙ্গ
কালী দিয়ে ঢাকি।


কালীর বেটা কালীচরণ
করে সদা মায়ের স্মরণ,
মায়ের নামে ঝাঁপিয়ে বলে
"চেষ্টা করে দেখি" । ।