মাছের আমি মাছের তুমি
মাছের ত্রিভুবন,
তারই স্বাদে আকুল হয়ে
সবাই অচেতন।


কোনটা ছেড়ে কোনটা খাবো
ইলিশ, কাতলা, রুই -
দইয়ের সাথে ইলিশ ভালো
কপির সাথে কই।


চিংড়ি মাছের মালাইকারি
চিতল মাছের মুইঠ্যা,
সর্ষে দিয়ে পাবদা মাছ;
ছাড়বে এবার পেটটা।


মুচমুচে মৌরলাগুলো
খেতে লাগে বেশ,
সর্ষে পোস্ত সহকারে
বাটার দফা শেষ।


ভেটকি মাছের ভাপা হবে
কাজরী মাছ ভাজা,
শংকর মাছের কালিয়া, আহা
পারশে ঝালে তাজা।


এসব খেয়ে যদি কারো
পেটটি খারাপ হয়,
পোনা মাছের ঝোল দেব
যাতে কাঁচকলা রয়।


মুড়োর ঘন্ট, মুড়োর ডাল,
মুড়ো দিয়ে ছ্যাঁচড়া,
সবই পারি খেতে শুধু
শুঁটকিটা  দেয় ব্যাগড়া।


"মাৎস্যায়ন" পদ্য যদি
পড়ে মনে ধরে,
চট পট শেয়ার করুন
একটু কষ্ট করে। ।