ধর নারে মন শক্ত করে
নামের দড়িটিরে,
হাত ফসকে পড়ে না যেন
অতল গহ্বরে।


অনেক জন্ম পুণ্যফলে
দড়িখানি হাতে পেলে,
ভুলেও তারে ছেড়ো নাকো
জীর্ণ সংস্কারের ভারে।


গুরু যে হাত বাড়িয়ে আছে,
ভাবনা ফেলে যাওনা কাছে,
রিক্ত হয়ে চরণে তাঁর
সঁপে দাও নিজেরে।


কর্মের ফল যাবে ঘুচে,
ফুটবে মুকুল শুকনো গাছে,
প্রেম হাওয়ায় মাতবে তুমি
জড়িয়ে ধরে সবারে।


কালিচরণ কালী ফেলে,
বাঁধলো দ্বিধা দ্বন্দ্ব ভুলে,
শ্রদ্ধা-ভালোবাসা দিয়ে
বিশ্ব-পরমপিতারে।।