আমার মন ধরেছে বায়না,
দেখবে সে আজ নিজের বদন,
কিনবে সে এক আয়না।


কত দোকান ঘুরে ফিরে
মূল্য নিয়ে ট্যাঁকে ভরে,
হীরা, চুনী, পান্না, সোনা -
আয়না কিন্তু পায়না।


দিবস গেল, সন্ধ্যা হল,
মন খুঁজিয়া সারা হল,
শেষে ক্লান্ত হয়ে ভাবতে বসে
কূল-কিনারা পায় না।


(হটাৎ)
তাকিয়ে দেখে, সামনে ও কে?
মলিন বসন প্রসন্ন মুখে,
হরিনাম আর অশ্রুধারায় -
করছে আয়না বায়না।।