"আছো কোথা?"


"রাণীর দেশে।"


"কেমন আছো?"


"রসে বসে।
বালি, পাথর
খাচ্ছি ঠেসে।
গরু নদে
যাচ্ছে ভেসে।
ঢুকছে টাকা
জিপে এসে।
শিক্ষা দীক্ষা
টাকার বশে,
মরুক যোগ্য
পথে বসে।"


চড়াম চড়াম
ঢাকের রোষে
কত মানুষ
মরলো শেষে।
অতিষ্ট রাজ্যে
অবশেষে,
কড়া নাড়ে
ইডি এসে।
সঠিক বিচার
ধরলো ঠেসে
(তাই) টাকার পাহাড়
পড়ছে ধসে,
(এবং) বাঘ মুখ
দিলে ঘাসে।
এসব দেখে
জনতা আশে
এবার মাথা
যাবে ফেঁসে।
যদি সবই
ঘটে শেষে,
আসবে কি শান্তি
শেষমেশে??