মন আমার শত্রু বড়
আশা করিয়া যায়,
নিরাশা যে তাহার ফল
কেমনে ভুলিয়া যায়!


নিরাশা হইতে জন্মে দুঃখ
দুঃখ হইতে ক্ষোভ,
ক্ষোভ আবার রাগের কারণ
রাগে বিচার লোপ।


কালির গুরু কবে যে গো
শূন্য করিবে তারে,
শূন্য হইয়া পূর্ণ হইবে
জনম ধরণীপরে।


মন তাহার লুপ্ত হইবে
প্রভু ধরিবেন রাশ,
মহানন্দে ওই চরণে
সদা করিবে বাস।।