ওরে ধর্ম বলিস কারে!
ঘণ্টা নাড়িয়ে, ঘি পুড়িয়ে
যারা অর্থ নষ্ট করে!


উপোষ করে করছে পুজো
নজর থালার পরে,
কি নৈবেদ্য দিলে সবাই -
কি প্রণামী পড়ে।


মহাভারত যজ্ঞ হবে,
পুড়ছে যে ঘি কত,
ওদিকে যে মরছে লোকে
খিদের জ্বালায় যত।


কালী, শিব, কৃষ্ণ ভজ -
করবে তোমার ভালো,
ওসব ছেড়ে মানুষ পূজ
দেখতে পাবে আলো।


ধর্ম শিক্ষা দিতে হবে
সবার দ্বারে দ্বারে,
নইলে কিসের মানুষ তুমি
এই ভব সংসারে?


সেই রাস্তায় গুরুর সাথে
কালীচরণ যায় -
ভালোবাসায় ঘুচিয়ে কালো
গুরুর গান গায়।।