মা আসিবেন বাপের বাড়িতে,
ও তোরা শাঁখ বাজা আর উলু দে
এবার মা আসিবেন বাপের বাড়িতে।


সেথায় পাগল স্বামীর পাল্লায় পড়ে,
মায়ের রূপ-লাবণ্য গেল ঝরে,
(আবার শুনি) সোনার পিত্তিমে উমা নাকি -
কালি-ঝুলি মেখে মাথায়
কালী নামে ঘুরে বেড়ায়,
শ্মশানে-মশানে ও তার
ভোলানাথের সাথে সাথে।


বিছায়ে দেব কাশফুলের গালিচা,
পরায়ে দেব শিউলির মালিকা,
ঢাক আর কাঁসর বাজায়ে,
গুঁড়া চন্দন আর হলুদ মাখায়ে,
মাকে সাজাবো যতন করে।
দুহাতে তার কণ্ঠ ধরে,
বলবো কত সোহাগ ভরে,
"আর যাবিনা স্বামীর ঘরেতে। "