কাজে ফেরা


সাতটি দিনের জন্যে ছুটে
এসেছিলাম ঘরে,
দিনাবসানে আজ আবার
ফিরবো কাজের তরে।


কাজ কম্ম হল খানিক
এদিক সেদিক ঘুরে,
বন্ধুদের সাথে হাসি-মজা
করলাম মন ভরে।


ফিরে যাবার ক্ষণে এখন
মনটা আসে ধরে,
কিন্তু পুজোর গন্ধ সেথায়
ডাকছে আকুল সুরে।


সেই সুরেতেই নতুন উদ্যম -
বল বুকে ভরে,
বাক্স প্যাটরা গুছিয়ে পাড়ি
দেব খানিক পরে।


এই সুযোগে পুজোর শুভেচ্ছা
জানাই জনে জনে,
পুজোর কদিন সুস্থ থেকো
শরীরে ও মনে।


সবার সাথে সেজেগুজে
ঘুরবে দুইটি বেলা,
রং ও আলোর রোশনাই এ
খাওয়াদাওয়ার মেলা।


সময় পেলে এসো একবার
দার এ সালামে,
বঙ্গ সংঘ আপ্যায়ণ করবে
তোমাকে সেলামে।


ষষ্ঠী থেকে শুরু করে
দশমীর রাতে,
মায়ের পুজো, ভুরিভোজন
থাকবে একই সাথে।


সাথে রইবে সাংস্কৃতিক
অনুষ্ঠান নানা,
তোমরাও অংশগ্রহণ করবে
নেই যে কোনো মানা।


সবার সাথে মিলে মিশে,
দেশে ও বিদেশে,
আনন্দেতে মাতবে বাঙালী
হরেক রকম বেশে।।