গুরু যদি লাঠি ধরে,
শিষ্য তনয় ভয়ে মরে,
তোমার চরণ প্রেমে বরণ
করবো তখন কি করে?


লাঠির মারে ঝরে নয়ন,
সাথে কাঁদে সকল স্বজন,
তাই তো কয় কালীচরণ -
একি বিচার আমার পরে?


গুরুর নামটি ধরে খালি
পার হবে ভেবেছিল কালী,
মাঝদরিয়ায় এ কি বিপদ,
এখন কে উদ্ধার করে?


গুরু বিনে কালী শূন্য;
ওই চরণে পাপ ও পুণ্য
দিয়ে কালী লইবে বিদায়
ঝরুক যত অশ্রু ঝরে।।