ওরে বসন দিয়ে ঢাকবি কারে?
চিনিস নাই কি শ্যামা মারে!
সে যে মুক্ত-বসন, নিরাভরণ
দাঁড়িয়ে স্বামীর বুকের পরে।


নীলাম্বরী নীলা শাড়ি,
চিরহরিৎ আঁচল তারই,
রত্ন তারা জ্বলে নেভে
গহন কালো অঙ্গ পরে।


দিগ্বসনা এলোকেশী
মুখেতে তার মায়ের হাসি
ডাকছে সদা আয়রে কাছে
কোলে টেনে নেবার তরে।


কালিচরণ কালি বলে
ঝাঁপ দিয়েছে অথৈ জলে,
না জানে সাঁতার, ভরসা কালি
বাঁচালে বাঁচে, ডুবালে মরে।।