ও মন আর ঘুমাবি কত?
সারাজীবন গরল মন্থন করে হলি কলুষিত,
এবার অন্তিমকালে নয়নমেলে
দেখ না তারা সদা জাগ্রত।


বিষয়-আশয়, পুত্র-কন্যা,
শেষের সময় কেউ রবে না,
ও মন ধরবে শমন, বাঁধবে কষে
চেষ্টা তুমি করই যত।


কলয়তী কালীচরণ     শুন দিয়া মন,
যদি কর সর্ব্বক্ষণ        শ্যামা মায়ের বন্দন,
তাহলে সেই পরমক্ষণ  হইলে আগমন,
তুমি লইবে শরণ           সেই অখল নিরঞ্জন,
ভয়ে লুকাইবে শমন       তুমি করিবে গমন,
ধরি মায়ের শ্রীচরণ       অখণ্ড শান্তি-ভবন।।