বাঁধিস না রে মন ভালোবাসা
ও তোর ক্ষুদ্র বাঁধনে,
ভাঙ রে বাঁধন, খোল রে আগল -
ছড়ায়ে দে ওই গগনে।


ভালোবাসা মায়ার নেশা
কাটবে ভালোবেসে,
বিশ্বভুবন হবে আপন
বলবে কথা হেসে;
এরই লাগি জনম-মরণ
বাঁধলো বিধি বাঁধনে।


স্বার্থ, অহং ঝুলি ফেলে
চল না রে মন পথে,
নিন্দুকে যা বলে বলুক
কান দিবি না তাতে,
গুরুর গান গুরুর সুরে
গেয়ে চলো মগনে।।