আজগুবি কথা শোনাই কিছু
যদি লাগে মজা,
সেই প্রকারে চলতে পারা
সবার থাকে সোজা  ।


প্রেম কভুও যায় না করা
স্বরূপ হওয়া যায়,
আনন্দেরই পরিস্ফুটন
প্রেমকেই বোঝায় ।


শূন্যে যদি মিশতে পারো
পূর্ণ হবে তবে,
বিলীন হয়ে জীবণ পাবে
পাগল বসে ভাবে  ।


বিশ্বাস আর অভিজ্ঞতার
নাই রে কোনো দাম,
বিবেকপ্রসুত আপনার মত
সেটাই আসল কাম ।


সমাজ কতো বলবে কথা
কান দেবে না তাতে,
আপন চিত্ত মুক্ত দীপ্ত
চল না তাহার মতে ।


দুঃখ হতে না পালিয়ে
সামনে দাড়াও এসে,
দুঃখ তখন মনের দুঃখে
পালিয়ে যাবে শেষে।


যাহার জন্য ছোটো তুমি
তোমার আগে ধায়,
তাহার পিছে ছুটে ছুটেই
জীবণ বহে যায়।


তুমি যাবে সবার আগে
বাকি পিছনে,
কালীচরণ বলে গেলো
ভেবো বিজনে।