ওগো আমার পাগল হাওয়া
তাকাও আমার পানে,
তোমার সাথে ওড়ার আশায়
রয়েছি দিন গুনে।


জল ঝরিয়ে রোদে পুড়িয়ে
শুকনো করলে বেশ,
খড়কুটো হলেম আমি
এবারে করো শেষ।


ভাসবো আমি নিত্যহাওয়ায়
তোমার পরশে
উদ্বেলিত মম চিত্ত
সেই সে হরষে।


হারিয়ে যাবে ভালো-মন্দ
সকল পরিচয়,
বীজটি থেকে নতুন কুঁড়ির
ঘটবে উদয়।


নাইরে দেরি মেঘমঞ্জরী
ঘনায় ঈশান কোণে,
হাতদুটি মোর বাড়িয়ে দিলেম
ধরে নাওনা টেনে।


ভেসে ভেসে চলবো আমি
গাইবো কত গান,
তোমার চরণপদ্মে প্রভু
শতকোটি প্রণাম।।