গুরু-শিষ্যের গেরোর বাঁধন,
এক গোলকধাঁধা - বুঝলি রে মন,
হারিয়ে যাবি যেতে যেতে,
মিলবে কত রত্নধন।


নাইরে কোনো চাওয়া-পাওয়া,
মিছেই ভাবিস দেওয়া-নেওয়া,
ধরি মাছ আর না ছুঁই পানি,
এমনভাবে ভেসে যাবিখন।


গুরুর ফাঁদে নেইকো আঠা,
তবে ধরা যদি পড় বেটা,
গুবরে পোকার ডগায় মাখিয়ে মধু -
হাঁটতে হবে অনুক্ষণ।


কালীর বেটা কালীচরণ,
ধরেছে আজ গুরুচরণ,
তারই রঙে রাঙিয়ে মন,
মাতিয়ে দেবে এ ভুবন।।