দূর হোক মুখ ঢেকে চলা
দূর হোক দূরত্ব,
দূর হোক অজানা ভয়
উন্মুক্ত হোক চিত্ত।


ফিরে আয় হাতে হাত ধরা
ফিরে আয় মোর মিত্র,
ফিরে আয় মিলে মিশে চলা
পুরোনো সেই চিত্র।


বর্ষশেষের প্রাক্কালে তাই
গাই মিলনের গান -
ঘুচাও ভীতি, ঘুচাও দ্বেষ,
প্রেমে ভরে তোলো প্রাণ।


মনের আঙিনা উঠুক সেজে
রামধনু রাঙা রঙে,
ভয়ডর ত্যাজি সবে মিলি আজ
নাচি পরিচিত ঢঙে।।