দু নয়ন মেলে দেখিস না রে মন,
দেখ ত্রিনয়ন মেলে,
কোথায় ছিলে, কেনই এলে,
কোথায় যাবে জীবন গেলে?


দু নয়নে কত যে রং,
সব একাকার ত্রিনয়নে,
তুমি, আমি, জগৎস্বামী
সব ভেদাভেদ যাবে চলে।


দূর হবে সকল তোমার
দুঃখ, দ্বন্দ্ব, জ্বালা,
বিশ্ব ভুবন হবে আপন
করবে তখন খেলা।


মন যে কোথায় হারিয়ে যাবে
আপন পাখা মেলে,
মানুষ রবির ঘটবে উদয়
মন রজনী গেলে।।