গুরুরে ভাই চিনে কয়জনা,
আগে পিছে ঘোরে মিছে,
তালে তালটি মেলে না।


জানবে বলে ভাবলে কত,
বৃথাই হল চেষ্টা যত,
গুরুরে গুরু না চেনালে
কিছুই জানতে পারবে না।


তাই তো বলে কালিচরণ,
দাও গো ঢেলে সকল অহং,
গুরু আর মন মিশে গিয়ে
রইবি হয়ে একজনা।।