মনকে আমার করলে চুরি,
কাহার কাছে নালিশ করি!
ভুলিয়ে-ভালিয়ে ভোলা মনে -
বেঁধে দিছে মন্ত্র-দড়ি।


যেথায় যাবে যাবো সেথা,
যা করাবে করবো সেটা,
সাধু নাকি দস্যু যে সে -
বলিতে ভাই ভয়ে মরি।


মনকে আমার করছে শাসন,
নিষ্ঠুর এক রাজার মতন,
উঠতে-বসতে মারছে লাথি,
বনবনিয়ে ঘুরিয়ে ছড়ি।


যদি আগে বুঝিতাম,
এ ভুল না করিতাম,
সে যে মিষ্টি হাসির ছুরি মেরে -
ডোবালো মোর জীবন-তরী।।