ভয়ের কালো মেঘে ঢাকা
তব চিত্ত গগন,
ফুঁ দিয়ে তায় নিমেষে ওড়ায়
গুরু পরম ধন।


পুঞ্জীভূত স্মৃতির রাশি
উথলে মনে জমে আসি
তুলনা করে দুঃখে-দ্বন্দ্বে
ভরে তোমার মন।


দুঃখ দিয়ে দুঃখ চেনায়
ঈর্ষা ভরে মনকে জ্বালায়
শেষবধি সবই পালায়,
কর নিরীক্ষণ।


খন্ড ছেড়ে অখন্ড রূপে
সবারে দেখো চুপে চুপে
তোমার মাঝেই হারায় তারা
হয়ে অচেতন।


আপন স্বরূপ দেখবো বলে
গুরুর কাছে যাইগো চলে,
দাঁড়িপাল্লা হারায় কোথা
আনন্দে মগন।।