কি বাজনায় কি সুর বাজে
কান যে ঝালাপালা,
সকল জানলা বন্ধ তোমার
বদ্ধ ঘরে তালা।


জানলা খুলে সুরটি শোনো
সদা বেজে চলে,
স্থির কর মন, সেই সুরধন
আপন করবে বলে।


খুলবে দুয়ার, ঢুকবে রে সেই
উতল দক্ষিণ হাওয়া,
আপনারে উজাড় করে
ঘুচাও চাওয়া-পাওয়া।


সযতনে তোমার বীণা
বাঁধো না সেই সুরে,
আলোয় ভুবন ভরে উঠুক
তোমার অন্তঃপুরে।।