চাওয়া-পাওয়ার বাইরে মন
চল না আসি ঘুরে,
সেখানেতে কারা থাকে
দেখবি ভালো করে।


কি করে চলে, কি কথা বলে,
কি করে কাজ করে,
মান ভুলে গিয়ে শুধু হুঁশ নিয়ে
মানুষ বলে কারে।


সম্পর্ক নেই রে কোথাও
ভেসে ভেসে যাওয়া,
সবার সাথে সুসম্পর্ক
লুপ্ত দেওয়া-নেওয়া।


সহজ, স্বাভাবিক, সুন্দর তারা
দেখতে তোমার মত,
মেনেছে রে হার দুঃখের ভার
চেষ্টা করেছে কত।


বিচার করে জাগাও ভক্তি
খাড়াও করজোড়ে,
প্রকৃত মানুষ গুরুর চরণ
চলো মাথায় করে।।