একঘেয়ে দিন, কর্ম-বিহীন,
কি করি, ভেবেই মরে।
নিয়ে হাতে ফোন, ক্লান্ত এ মন,
অস্বস্তি, অবসাদে ভরে।


খোলা জানলায়, দিন বদলায়
চেয়ে রই আকাশ-পারে।
অকূল সলিল, সচল অনিল
মাঝেসাজে ঝাপটা মারে।


সেই চেনা সুর, হতে বহু দূর
ডাক দেয় মোরে অনুক্ষণ।
ডুবে রই তাতে, সারা দিন রাতে
দেখি তারে হয়ে সচেতন।


মায়ার ঘেরে, নিগূঢ় নিগরে
কিভাবে তারে বশ করে,
দেই তারে টান, প্রাণ-অপান,
নিজহাতে সংযত করে।


প্রভু বসে পাশে, সদা স্মিত হাসে,
চোখ ভরে ওঠে জলে,
নিজেরে খোঁজার, আনন্দ অপার
বোধ করি তাই পলে পলে।


কালীর কালি, কোথা হারালি,
শূন্য, মহাশূন্য যেথা-
ধরে গুরুচরণ, এবার কালিচরণ
আসন পাতলো সেথা।


গুরু ভিন্ন, সকলই শূন্য
এই বোধে বোধ হলে পরে,
হয়ে নির্ভয়, সদা রসময়,
আপন করবে সকলেরে।


সবার মাঝে সকাল সাঁঝে
হেরিবে সেই গুরু,
বুঝবে তখন ওরে ভোলা মন
পথ চলা হল শুরু।।