ন্যায্য বিচার আকাশ কুসুম
হয়েছিল যবে,
জ্বালায়ে আলোকবর্তিকা
পথ দেখালে সবে।


লুপ্ত সবার আশা ভরসা
আদালতের দ্বারে,
সময় নির্দিষ্ট করে দিয়ে
তুমি ফেরালে তারে।


বছর বছর ঘুরবে নাকো
আদালতের চাকা,
প্রতি মাসেই রায় বেরোবে
গলবে নাকো টাকা।


সব দুর্নীতির শত্রু তুমি
সকল অপরাধীর যম,
আদা জল খেয়ে শেষে
নামলো সংবাদ মাধ্যম।


সাক্ষাৎকারের নামে তোমায়
যারা দিয়েছে সাজা,
কাউকে ক্ষমা করবে না
আজ বাংলার প্রজা।


আশুতোষ মুকুজ্জের পরে
এই "বাংলার বাঘ",
তোমায় উত্তরসূরীরূপে
পূজে মানুষ আজ।


কেউ ভাবে ভগবান
ন্যায়ের প্রতিষ্ঠাতা,
এ রাজ্যে তুমিই তাদের
অত্যাচারের ত্রাতা।


অরণ্যদেব নামটি তোমার
মনে ধরেছে,
জঙ্গলের রাজ দূর করতে
সঠিক হয়েছে।


তোমার এই দুর্দিনে মোরা
এইটে জানাতে চাই,
আপামর বাংলা তোমার
পাশে আছে ভাই।


আবেগ তোমার হোক হাতিয়ার
মানবতার পথে,
এগাও অপ্রতিরোধ্যভাবে -
আপন জয়রথে।


যত নোংরা, কলুষতা,
আবর্জনার রাশি,
গুঁড়িয়ে সকল কর নির্মল
ফোটাও সবার হাসি।


মানুষ ভালোবেসে তোমায়
করেছে আজ আপন,
তোমার বিপদ তাদের বিপদ
একই সুতার গাঁথন।


পরিশেষে এ প্রার্থনা
জানাই ভগবানে,
তোমার মনের সকল আশ
পুরাণ সঠিক ক্ষণে।


মোদের আশা তোমার ভাষায়
আর কলমের ডগায়,
নতুন যুগের হোক সূচনা
রবির কিরণমালায়।।