গুরুর ঘরে আছে যে ধন,
দেখতে হলে, জানতে হলে,
সব ভুলে ঝাঁপ দে রে মন।


যে ধন লাভে ইচ্ছা মরে,
আপনাতে সে রয় মগন।


যে ধন লাগি লড়ে মরে -
দেব, নর আর অসুরে,
গুরুর ঘরে রয় পোঁতা সেই
আত্ম-ব্রহ্ম রত্নধন।


মন থাক বসে গুরুনামে,
সব দে সঁপে ঐ চরণে,
এছাড়া কিছু জানেনা আর
মুখপোড়া কালীচরণ।।