আসরের কবিদের কি হল? কবিতা কম,কবির উপস্থিতি কম, কবিতা-পাঠ কম, মন্তব্য তো আরো কম!


অবশ্য মন্তব্য কম বিষয়টা আমার কাছে তেমন ভাবনার বিষয় নয়।কেননা কলম চিবিয়ে অনেক কসরত করে যে লেখাটা "অমৃত বস্তু" ভেবে লিখলাম সেটা হয়তো "অকেজো পদার্থ" ছাড়া কিছুই নয়।


আমি বহুবার খেয়াল করেছি যে লেখার আগে মনে হয় "উফ! কি লিখছি মাইরি" আর লেখার পর হয়তো নিজেরই পড়তে রুচি হয়না! রবীন্দ্রনাথ যে বলেছিলেন "অনেক চিন্তার বাষ্প জমে তবেই এক ফোঁটা জল!" সেটা ভাবনার বিষয় বটে!


যা হোক যা বলছিলাম যেখানে নিজের লেখা নিজেরই ভাল লাগার গ্যারান্টি নেই সেখানে অন্যরা মন্তব্যের বন্যা বয়ে দিবে এমন ভাবনা দিবাস্বপ্নের চেয়েও বাড়াবাড়ি।


ভাল না লাগলে মন্তব্য কেন করবো!


কাজেই মন্তব্যের ঘাটতি আসরের জন্য ভীতিকর নয়, ভীতিকর হচ্ছে কবির উপস্থিতি এবং কবিতা-পাঠের অভাব!


তিন চারশো বার পাঠ তো অতীতের গল্প! এখন একটা সুখপাঠ্য সুন্দর কবিতাও পঞ্চাশ এর ঘর পেরুচ্ছে না!


অন্যরা হয়তো কবিতায় কয়টি মন্তব্য সেটা দেখেন, কিন্তু আমি দেখি আমার কবিতা কয় জন পড়ল। মন্তব্য না থাকলে তেমন খারাপ লাগেনা, বরং ভাবি আমি পাঠক-হৃদয় ছুঁতে পারছি না,আমাকে আরো অনেক মেহনত করতে হবে!!


কিন্তু যখন দেখি কবিতা মাত্র ২০ বার পঠিত হয়েছে, তখন বেশ খারাপ লাগে। কারণ কেউ যদি নাই পড়ে কার আয়নায় নিজেকে দেখবো? কোথায় পাবো কবিতা যাচাই  করার কষ্টিপাথর?!