-:বোঝো ঠেলা:-


ও নীতি????ভুলে তোমার নীতি টীতি,
                             কোরছো শুধু রাজনীতি !!!
ভোটের সময় কথা দিয়ে......এরে ওরে ফুসলিয়ে
   দেবো দেবো সব দেবো,,ভোট দিলে সব হবে -
এইখানে এই চিহ্নে,,,আর করো যদি বারাবারি
দেখেনেবো.....যদি জিতে আসি।
ভয়ে ভয়ে গেল সব কি হয় কি হয়
প্রাণ ভয়ে দিল ভোট,প্রাণটা না যায়....



ভোট এলো ...ভোট গেলো কিন্তু হলো কই কাজ
প্রতিবারের মতোই এবারো জনতার কপালে ভাজ।
ক্যাঁচ কলা দেখিয়ে নেতা হয় ''মহা" জন,
পণ্ডিত লোকে এসে কয় বুঝেছ এখন.....
সব শেষে চণ্ডীপাঠ শুনাই এখন -----
ভয় হয় ভয় হয়,কি করে কখন !!
ভোট দিয়ে ফেঁসে গেছি কিহবে এখন,,
ভেবেছিলাম চাকরি হবে দিয়েছি তাই ভোট
বরং বার হচ্ছেরে ভাই,সব চাকরি কোট,,,
এখন শুধুই সকাল বিকাল হরি হরি করি
মনে ভাবি পেট বাঁচাতে,চপ শিল্পই ধরি।


"সব শেষে বলি সবারে দুই কান ধরি
ক্ষমা কোরো এই নীচেরে,যদি ভুল করি"......
                                      
                                   - কালিপদ মন্ডল