জীবন নদী চলে আপন গতি
        
                   নেই তার কোনো পতি
        
             নেই রাখার কোনো প্রতিশ্রুতি
        
    চলে সে নিজ খেয়ালে,চলে আপন গতি
        
            দুটি মন দুটি নৌকা যাবে যাক
        
        কোথায় যাবে শুধু পাল তুলে দেই
        
      
              চল দুটি মন এক হতে দেই
      
             যাবে যাক কোন কুলে যায়
        
             চল আরেকটু কাছাকাছি
        
    চল সব ভুলে আরেকটু বেশি ভালোবাসি
        
        
        আকাশে ডানা মেলে দেই
        
        দিগন্তে ভেসে চলে যাই
        
    যাক না কোথায় যায় ভালোবাসি কিসে             তাই ভয়
        
        চখে চখ রেখে চল সব ভুলে যাই।