কালিপদ মন্ডল



সারা রাত শুধু ঘুম ঘুম আর ঘুম,
দু:খ ভুলে স্বপ্ন অঘোর ঘুমে,
আমি নি:চুপ অচিনপুরের অচিন কোলে;
সারা রাত ঢালে নি:চুপ আর আমি ঘুম।


তোমার আচল, তোমার হাওয়ায়
নামে শীতল উষ্ণ রাতে -
নি:চুপ আমি, শুধু আরামের ঘুম ;
আমি  ঘুম ঘুম আরামের ঘুম।