গোলু আর কাছে আসেনা-
দূরে দূরে থাকে,কাছে গেলেই ছুট্টে পালায়
আগে গোলুকে ডেকেছি বহু বার
ছুটে আসত,গায়ে লুটিয়ে পোড়ত সে
এখন কেমন যেন লুকিয়ে লুকিয়ে থাকে


গোলুর বয়স এখন এক
ছট্ট গোলুর বর অসুখ -সারা শরীরে তার ঘা
কিছুই খায়না সে আর
শুধু মন মরা হয়ে পরে থাকে
ডাক্তার বলে দিয়েছে আর আশা নেই
রোগটা নাকি ভালোনা- বাঁচান মুশকিল তাকে।


শেষবারের মতো দেখেছি সেই
বিকেলে এসে শুনি গোলু আর নেই
গোলুর নরম দেহটার ওপর কঠিন মাটির আস্তরন
মৃত গোলুর দেহ সতকার করে ফেলেছে।


গোলু আর আমার ডাকে আসবেনা
সে আর লুটোপুটি খাবেনা
যারা তাকে কুকুর কুকুর বলে খেপাতো-
যারা তাকে দূরছাই করত -
কালকে থেকে তারা কি করবে!!
গোলু আর নেই.......
                   -Kalipado Mandal