তুমি পূর্ণিমার চাঁদ
প্রভাতের আলো,নির্মল বাতা
        জ‍্যতির্ময়ী আভা।
     তুমি বিকশিত কুসুম
       বাতাসের সুভাষ
তোমারই গন্ধে ঝাকে ঝাকে-
  ছুটে চলে প্রজাপ্রতির ঝাক।


তুমি পাহাড় হতে ছুটে আসা ঝর্ণা -দীপ্তি বর্না,
        কুলু কুলু রবে বয়ে চলা নদী
         তুমি অপরূপা,তুমি মোহিনী;
    তুমি মরুভূমির অপ্রত্যাশিত মরিচীকা
             তুমি আশা-নিরাশা।


     আমি তোমাতে মাতিয়া
         সাবারে ভুলিয়া
তোমারে দিয়েছি হৃদয়ে আসন।
      তুমি ভাদ্রের ভরা নদী
       ভরপুর ভরা্ যৌবন ;
      বসন্তের বাতাসে তুমি
     পাতা ঝড়া শাখায় বারন্ত পাতা,
     তুমি কচি,কচি কচি পাতা।


     তুমি মৃদুমন্দ বাতাসে -
          দুলতে থাকা
গোলাপ বাগানে -
              ফুটন্ত তাজা গোলাপ।


       তুমি পদ্ম দিঘির মাঝে
         একটি মাত্র পদ্ম
     ঢেউয়ে ঢেউয়ে দুলে দুলে
       তুমি আপন মনে মত্ত।