গ্রীষ্মের দাবদাহে প্রাণীকুল অশান্ত,
ত্রাহি ত্রাহি রব ছাড়ে, মানব আদ্যপ্রান্ত।
এমন সময় গুড়গুড়িয়ে কালো মেঘের ডাক,
সূয্যিটাকে ঢেকে দিয়ে প্রচন্ড হুঙ্কার আর রাগ,
ঝমঝমিয়ে বৃষ্টি এলো চাতক মেঘে ধায়,
দীর্ঘ প্রতিক্ষার পরে যেন প্রীয়াকে দেখতে পায়।


মেঘের কোলে সূয্যি ওঠে,
হাসি ফুলে ফুলে,
প্রকৃতি দেশে কাসর-ঘন্টা
বাজছে প্রান খুলে।