ফিরতে ইচ্ছে করে প্রতিনিয়ত,
তাই কাজের মাঝেও উঁকি মারি অবিরত,
কখন পাবো ছাড়, ভেবে ভেবে ক্লান্ত,
কাজ শেষে তবেই হবে নিশ্চিন্ত!
নিধানের কাছে আমি অতি ক্ষুদ্র,
অবশেষে ভাবি আমিতো নিমিত্ত মাত্র।
কখনো ক্ষুধার্ত, কখনো বা তিষ্ণার্ত,
কাব্যরস হতে বঞ্চিত,
ব্যস্ততা জীবন করেছে বিসাক্ত।
বেশ কিছু দিন পরে আবার কাব্যে রসাক্ত,
কাব্যেই মম জীবন চরিতার্থ।