তাত্বিকের তত্ত্ব কথায় আমার অভিযান,
যুক্তি নাহি ঢোকে তোহে কর্নের সংবিধান।

নিজেকে সরস্বতীর বরপুত্র বিকার,
পাপস্খলনের নিমিত্ত দরীদ্রভাব আধার?

বিদ্যার প্রকৃতভাব অর্থলোভে নয়,
বশ্যতা স্বীকারে অধোঃগতিই হয়।

পদলেহনে শাসকের আনুগত্য গতি,
উপরি উপধৌকন তাত্বিকের মতি।

জাতপাতে আড়ালে আজো উচুনিচুভাব,
পৃথিবী না আছে আর এই তত্বের আহার।

ধর্ম আজ জাত ছেড়ে দেয় মহাকাশে পাড়ি,
তুমি শুধু হয়ে থাকো অচল তত্বের বিচারি