তুমি ছিলে বলে বাংলাটাকে আজ বাংলা মনে হয়।
তুমি ছিলে বলে,বিশ্বে আমাদের অসংখ্য পরিচয়।
তুমি ছিলে বলে বাংলা বিশ্বে পরিচয় পেল আজ,
বিশ্বে আমি বাঙ্গালি বলতে নেই কোনো আজ লাজ।


বাংলা আজ শুধু ভাষা নয়,
এ এক নতুন জাতি,
বিশ্ব দুয়ারে সম্মান আর স্বভিমানের,
নেই কোন বিরতি।


তবে মনে আসে ভাবনা,
তোমার বলিদান ক্ষুদ্র যেন, আজ অনেকের কাছে,
কিন্তু এটা ভাবে না,
তুমি না থাকলে বাংলাদেশ থেকে "বাংলা" হতো দূরে।