জনমানব নিয়ন্ত্রনে দেশজুড়ে উঁচিয়ে লাঠি,
পুলিশ অভিনন্দনে আমরা মারাদোনার লাথি।


দেশের সঙ্গে আনেক অমিল, হবেই না বা কেন,
আমরা যে বসবাস করি, তার নাম অরন্য।


দেশের মানুষ যখন মানবে তামাম রীতিনীতি,
আমরা তখন মাথাপাতি প্রসংশায় গরুর লাথি।


পুলিশ তুমি নিজেকে বাচাও, আসবে না মরিলে কেঊ,
বুদ্ধিজীবিরা বেচেছে নিজেকে,শ্মশানের ভেঊ ভেঊ।


তবু যে টুকু আশার আলো, একটি সাহসী পুলিশ,
লাঠি উচিয়ে বোঝাতে চেয়েছিল, নই মোরা কেবলুস।


কিন্তু কি করিবে একটি মানুষ,এই জীবন্ত শ্মশানে,
মাতব আবার কোন দিন, পুলিশপেটানোর সমর্থনে।