সীমার মধ্যে রাখাটাই আগেও উদ্দেশ্য ছিল,
অন্যায় ভোট যুদ্ধে একটা নিষ্পাপ প্রান নিল।
রাজার আদেশ না মানলে সেদিনেও শাস্তি ছিল,
নজরদারি সমানে চলে, আজো সুরক্ষা খেলো।
মন্ত্রী নিয়ে সত্যভাষণে আজো জেল হয়,
যেমন হীরক রাজার দেশে রাজাই অজয়।
আমরা তোমার সীমানির্দেশক জীবন চলার পথে,
সীমার বাইরে গেলে পড়ে, পড়তে হবে বিপাকে।
উদাহরণ আর কত দেব আছে যে ভুড়ি ভুড়ি,
সম্পতি শিক্ষদের হাতে পড়ছে রাজ-বেড়ি।
এভাবেই চলবে যেন সমাজ সংস্কার,
উত্তর উত্তর বাড়বে মোদের শূন্য অহংকার।