মন্ডা মিঠাই সেই দেশেতে বানানো খুবই সোজা,
একটা জিনিস শেষ হয় না তা আনন্দ আর মজা।
রোবোটের দেশে রোবোট রাজা,দাস সবই মানুষ,
কাজের এমন চাপ যে মানুষ হয় বেহুস।
ঘর বানানো, কাপড় কাচা, ঘর মোছা বা ইস্ত্রি,
সবই মানুষ করে,  সবাই যেন দক্ষ মিস্ত্রি।
আনন্দ শুধু রোবটই করে,মানুষ করে দু:ক্ষ,
প্রেম ভালবাসা আবেগ মোহ সবই খেয়েছে যক্ষ।
মানুষ আজ রোবোট যেন, মানেনা ইশ্বর,
ইশ্বর তার রোবট যেন মানে তার অক্ষর।