বিধাতারে জিজ্ঞেসিনুঃ
দেবতায় লীন যে, সেই কি দেবলীনা,
নাকি শুধুই লাস্যময়ী কটিতে আঁচিল গোনা?
অস্টমীর রাত নাইবা হোক কলঙ্কিত,
আটপৌরে  মানুষগুলো নাইবা হোক বিচলিত।
শিবঠাকুরটা থাকুক না হয় পড়ে রাস্তার ধারে,
তবু শায়নী করে অপমান! কোন অধিকারে?
সেতো করেনি কোন অপকার,
একি স্বাধিকার নাকি মনের বিকার?
দুধ না হোক, জলেই তো শান্ত,
তবু কেন সে তার নজর আক্রান্ত?
দেবতার অপমানে কেন খোজে প্রচার,
পাষানও-তো চেয়ে আছে সময়ের বিচার।
দেবতা বেচে আছে মানুষের মনে,
কে দিল অধিকার, মানুষ অপমানে?


বিধাতা কহিল হাসিয়াঃ
আমি রনে, আমি বনে,
আমি গরীবের ঘরের কোনে,
আমি শত দুঃখ নিবারনে,
বিরাজেছি তোদের বাহির ও মনে,
তবু কেন মনে এত ভয়?


আমি কহিনুঃ
সমাজ যে হবে লক্ষ্যভ্রষ্ট!


তিনি কহিলেনঃঃ
ক্লেচ্ছার বারমাস্যা যাদের জীবন,
তারা কি করিয়া করিবে সমাজ সচেতন!