ভাবী উন্নয়নের গাছটা ধরে এমন ঝাকাই,
সেই ঝাঁকুনির শব্দ যেন রামাল্লায় শোনা যায়।
সত্যিটাকে মিথ্যে করে, মিথ্যেটাকে সত্যি,
ভোটের সময় মনে পরে উন্নয়নের বাদ্যি?


আজ তোমাকে বদনাম করে,
কাল আমাকে জেলের ভয়,
আর ত্রিশূল নিয়ে কবিতা লিখলে,
শ্রীজাতের জাতের পরিচয় হয়?


সম্মান না দিতে পারিস বদনামই করিস যা,
এর বেশী তোর কাছে কি করা যায় আশা?